
বিলাসিতা, বিনোদন ও ঐতিহ্যের এক অপরূপ শহর দুবাই
প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক ভিড় করেন দুবাইতে—ব্যবসা, ছুটি ও কেনাকাটার উদ্দেশ্যে। সুসজ্জিত বিনোদনের সঙ্গে বিলাসবহুল গন্তব্য হিসেবে এর খ্যাতি থাকলেও, অনেকের ধারণা, দুবাই ভ্রমণে প্রচুর অর্থের প্রয়োজন হয় এবং ভিসা পাওয়াতাও দুষ্কর। কিন্তু বাস্তবতা ভিন্ন। এই শহরে সবার জন্য কিছু না কিছু রয়েছে—পরিবার, বন্ধু বা দম্পতি—যে কেউই খুঁজে পাবেন তার নিজের মতো আনন্দের ঠিকানা। বিনদনের এক স্বর্গ রাজ্য।
পরিবারের সঙ্গে আনন্দময় সময়: দুবাই ভ্রমণে পরিবারের জন্য সবচেয়ে বড় আকর্ষণ সমুদ্র সৈকত। জেবিআর (JBR) বীচ খুবই নিরাপদ এবং সব বয়সীদের জন্য বীচটি উপযুক্ত। সেখানে সমুদ্রের মাঝে বিশাল আকৃতির ওয়াটার পার্ক তৈরি করা হয়েছে, এখানে পুরো পরিবার সাঁতার কাটা, স্লাইড করা এবং লাফিয়ে মজার অভিজ্ঞতা নিতে পারেন।
পরিবারের জন্য আরেকটি উল্লেখযোগ্য স্থান হলো দুবাই মল। কি নেই এই মলে? এখানে রয়েছে কিডজানিয়া এবং সেগা রিপাব...