
খুমেক পরিচালককে বিএনপি নেতার হুমকিঃ সাহস থাকলে তুই বাইরে আয়, তোর খবর আছে
খুলনাঃ পছন্দের ব্যক্তিকে সাইকেল গ্যারেজ ইজারা না দেওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোহসীন আলী ফরাজিকে গালিগালাজ ও দেখে নেওয়ার হুমকি দিয়েছেন সোনাডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।বৃহস্পতিবার (২২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের পরিচালকের কক্ষে এ ঘটনা ঘটে। এ সময় আসাদের সঙ্গে থাকা নেতাকর্মীরা কক্ষে উপস্থিত অন্য চিকিৎসকদের দিকে তেড়ে যান। এ নিয়ে হাসপাতালের চিকিৎসকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। সূত্র জানিয়েছে, এ ঘটনায় শনিবার (২৪ মে) কলেজ ও হাসপাতাল খুললে কর্মসূচি ঘোষণা দিতে পারেন চিকিৎসকরা।হাসপাতালে সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১২টা ২৯ মিনিটে ৮ থেকে ১০ জন নেতাকর্মীকে নিয়ে পরিচালকের কক্ষে প্রবেশ করেন আসাদুজ্জামান আসাদ। পরিচালকের কক্ষে ডা. মোহসীন আলী ফরাজির সঙ্গে আসাদসহ অন্য বিএনপি নেতাকর্মীদের কথোপকথনের একটি অডিও...