
২০২৮ অলিম্পিককে ঘিরে লস অ্যাঞ্জেলেসে আকাশে ট্যাক্সি
লস অ্যাঞ্জেলেসের ব্যস্ত ট্রাফিক এড়িয়ে ২০২৮ সালের অলিম্পিক গেমসের সময় আকাশপথে যাতায়াতের সুযোগ পেতে পারেন দর্শকরা। এই উদ্যোগ বাস্তবায়নে আর্চার এভিয়েশনের সঙ্গে অংশীদারিত্ব করেছে এলএ২৮ কমিটি, যারা লস অ্যাঞ্জেলেসের তৃতীয় গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজনের দায়িত্বে রয়েছে।
আর্চার এভিয়েশনের আকাশপথ যাতায়াত পরিকল্পনাআর্চার এভিয়েশন জানিয়েছে, অলিম্পিক এবং প্যারালিম্পিক গেমসের সময় আকাশপথে যাত্রী পরিবহনের জন্য একটি এয়ার ট্যাক্সি বহর ব্যবহার করা হবে। তবে এই পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠানটিকে এখনও যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) এর অনুমোদন পেতে হবে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সিইও অ্যাডাম গোল্ডস্টেইন জানিয়েছেন, তারা এই বছরেই FAA-এর টাইপ সার্টিফিকেশন পেতে আশাবাদী।
দশ থেকে বিশ মিনিটে ভ্রমণ, ভাড়াও সাশ্রয়ী হবেপ্রত্যাশা অনুযায়ী, ২০২৮ সালের মধ্য...