বাড়িওয়ালার অন্যায় অভিযোগের ভিত্তিতে হাসপাতাল বন্ধ করে দিল চট্টগ্রাম’র সিভিল সার্জন
চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ গত ২৯শে জুন চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়স্থ সেন্ট্রাল সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক কতৃপক্ষকে কোনো রকম আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এবং সম্পূর্ণ মিথ্যা তথ্যের ভিত্তিতে সিভিল সার্জন কার্যালয় কর্তৃক হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হাসপাতালটির ব্যবস্থাপনা কতৃপক্ষ।
আরো জানা যায়, শত মানুষের কর্মসংস্থান এই হাসপাতালটি বন্ধের পদক্ষেপ কেবল অন্যায় নয়, বরং সম্পূর্নরুপে উদ্দেশ্যপ্রণোদিত। হাসপাতাল কর্তৃপক্ষকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়ে, তাদের বিরুদ্ধে জঘন্য মিথ্যাচার করে এ ধরনের কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই হাসপাতালটি সুনামের সাথে রোগীদের সেবা দিয়ে আসছে। গত ০৮(আট) বছর ধরে চিকিৎসা সংক্রান্ত কোন অভিযোগ এই হাসপাতালের বিরুদ্ধে নেই। এমন একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে যাচাই বাছ...