
চীনে প্রবীণদের জন্য আছে স্মার্টফোনের ক্লাস
চীনজুড়ে প্রবীণদের ডিজিটাল যুগে সম্পৃক্ত করতে শুরু হয়েছে অভিনব উদ্যোগ। বিল পরিশোধ থেকে শুরু করে হাসপাতালের নিবন্ধন, বাজার করা বা ট্যাক্সি ডাকা—সবই এখন মোবাইলের এক ছোঁয়ায় সম্ভব। এমন বাস্তবতায় প্রবীণদের পিছিয়ে না রেখে সামনের সারিতে নিতে দেশজুড়ে চলছে বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম।
চীনের মতো দেশের প্রবীণ জনগোষ্ঠী যাতে ডিজিটাল ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে, তা নিশ্চিত করতে কমিউনিটি পর্যায়ে হাতে নেওয়া হয়েছে ‘ডিজিটাল সাক্ষরতা ক্লাস’।
বেইজিংয়ের বিভিন্ন এলাকায় এসব প্রশিক্ষণে শেখানো হচ্ছে কীভাবে মোবাইল চার্জ দিতে হয়, অ্যাপ ব্যবহার করে বাজার করতে হয়, অনলাইনে হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হয়।
কুয়াংহুয়ালি কমিউনিটি এল্ডারলি কেয়ারের পরিচালক চিয়া লিলি জানালেন, ‘আমরা এক প্রবীণকে মোবাইল চার্জ দেওয়া, চালানো, অনলাইন ব্যবহার ও শপিং শিখিয়েছিলাম। এখন তিনি নিজেই সব করতে পার...