
চীনের বিপন্ন গোল্ডেন স্নাব নোজড বানর সংরক্ষণে এআই প্রযুক্তি
চীনের ছিনলিং পর্বতমালায় গোল্ডেন স্নাব-নোজড বানরের মতো বিলুপ্তপ্রায় প্রাণীর সংরক্ষণে ব্যবহার হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বাএআই। ভিডিও বিশ্লেষণ করে একেকটি বানরের পরিচয় শনাক্ত করতে পারছে এই প্রযুক্তি, যা তাদের আচরণ পর্যবেক্ষণ ও স্বাস্থ্য বিশ্লেষণেকাজেআসছে। শায়ানসি প্রদেশের ফোপিং কাউন্টিতেএইসোনালিস্নাবনোজডবানরের ওপর চালানো এই গবেষণা চীনের বন্যপ্রাণী সংরক্ষণ প্রযুক্তিতেযোগকরেছে এক নতুন অধ্যায়। গবেষকদের আশা—এভাবে শুধুই বানর নয়, আরও বিপন্ন প্রাণীর রক্ষণাবেক্ষণও সহজহবে।
শায়ানসি প্রদেশের ফোপিং কাউন্টির ছিনলিং পর্বতমালায় শুরু হয়েছে গোল্ডেন স্নাব-নোজড বানরের নতুন মৌসুমের তথ্য সংগ্রহ। এসব বানরের নবজাতকদের সংখ্যা গণনার উপযুক্ত সময়ইহলোজুনমাস।
নর্থওয়েস্ট ইউনিভার্সিটির অধীনে কলেজ অফ লাইফ সায়েন্সেসের গবেষকরাএবার আটটি পরিবারের প্রায় ১০০টি সোনালী নাকওয়ালা বানরের তথ্য সংগ্রহের একটি নতুন রাউন...