
স্নাতকদের চাকরির সুযোগ বাড়াতে চীনের যত উদ্যোগ
স্নাতকদের কর্মসংস্থান নিয়ে সম্প্রতি আরও সচেষ্ট হয়েছে চীন। সুযোগ স্থিতিশীল ও প্রসারিত করতে চালু করা হয়েছে একাধিক পদক্ষেপ।মানবসম্পদ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে শিক্ষা মন্ত্রণালয় এককালীন নিয়োগ ভর্তুকি এখন কেবল ব্যবসার ক্ষেত্রে নয়, সামাজিক সংস্থাকেও অন্তর্ভুক্ত করেছে।কর ছাড়, নিয়োগ ভর্তুকি, কর্মসংস্থান সম্প্রসারণ অনুদান ও নিশ্চয়তাযুক্ত ঋণ প্রদানের মাধ্যমে ছোট ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে নতুন স্নাতকদের নিয়োগে উৎসাহিত করা হচ্ছে।এরই ধারাবাহিকতায় উদীয়মান শিল্প ও ফ্রন্টলাইন খাতে নিয়োগের পাশাপাশি, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোতেও নিয়োগ বাড়ানো হচ্ছে।
২০২৫ সালের স্নাতকদের জন্য পশ্চিম ও গ্রামীণ অঞ্চলে নিয়োগ প্রসারিত করা হয়েছে। যার ফলে শানসি প্রদেশে ২৬ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং ইনার মঙ্গোলিয়া অঞ্চলে ৫ হাজার কমিউনিটি ভলান্টিয়ার ন...