
বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্পে ‘ব্রেক’—ভারতের নরম কিন্তু গুরুগম্ভীর সিদ্ধান্ত
ভারত বলল, "বন্ধু, তোমার বাড়ির রাস্তা দিয়ে আমাদের ট্রেন চলবে না, আপাতত!"কারণ? একদিকে শ্রমিক ভাইদের নিরাপত্তার টানাপোড়েন, আরেকদিকে বাংলাদেশের রাজনৈতিক আবহাওয়ায় একটু বেশি ‘ঘূর্ণিঝড়’। তাই প্রায় ৫ হাজার কোটি রুপির রেল প্রকল্পে আপাতত 'রেড সিগনাল' দিয়েছে নয়াদিল্লি। এই খবর ছেপেছে ‘দ্য হিন্দু’, গত রবিবার।
এর ফলে তিনটি চলমান প্রকল্পের কাজ আর পাঁচটি স্থানের জরিপের কাজেও পড়েছে ‘তালা’।মূল টার্গেট ছিল—বাংলাদেশের রেললাইন ঘুরিয়ে ভারতের ‘সেভেন সিস্টার্স’ মানে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে মূল ভূখণ্ডের সঙ্গে রেল দিয়ে যুক্ত করা।কিন্তু এখন যেটা হচ্ছে, তা অনেকটা এমন যেন কেউ কফির কাপে চুমুক দিয়ে বলছে, “প্ল্যান বি দেখি।”
বাংলাদেশে রেলপথ বানানোর বদলে ভারত এখন মনোযোগ দিচ্ছে নিজের উত্তর ভারতীয় রেল অবকাঠামোয়—"নিজের ঘর সামলে নেই আগে!"এমনকি ভাবছে, বাংলাদেশকে পাশ কাটিয়ে নেপাল আর ভুটান দিয়ে ...