
মোংলা বন্দরে রিবনের আড়ালে ৫ কোটি টাকার সিগারেট জব্দ
খুলনা: মোংলা বন্দরে প্রায় ৫ কোটি টাকার অবৈধ বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস হাউস। মঙ্গলবার (১৩ মে) বিকেলে বন্দর জেটিতে পৌঁছানো একটি ২০ ফিট কন্টেইনারে এসব সিগারেট পাওয়া যায়। কাস্টমস সূত্রে জানা গেছে, পিআইএল বাংলাদেশ লিমিটেড নামের শিপিং লাইনের মাধ্যমে আসা কন্টেইনারটির ঘোষণা ছিল 'রিবন বা ফিতা' আমদানির। তবে পণ্য স্ক্যানিং ও তল্লাশির সময় এর ভেতর থেকে ‘ওসি সিলভার’ ব্র্যান্ডের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।
মুন্নি এন্টারপ্রাইজ নামে এক আমদানিকারক প্রতিষ্ঠান এই কন্টেইনারটি আমদানি করে। এতে মোট ৩৯০টি প্যাকেজে থাকা ৭৮ লাখ শলাকা সিগারেটের বাজারমূল্য প্রায় ৫ কোটি ৪ লাখ ৫৬ হাজার ৪০৬ টাকা বলে জানিয়েছে কাস্টমস।
মোংলা কাস্টম হাউসের কমিশনার মুহম্মদ শফিউজ্জামান বলেন,‘চালানটি সন্দেহজনক হওয়ায় স্ক্যান করে বিস্তারিত যাচাই করা হয়। আমরা এটি জব্দ করেছি এবং কাস্টমস আইনে প্রয়োজনীয় আইনগ...