
চীন-পাকিস্তান আঁতাত: ভারত-পাক উত্তেজনায় নতুন মাত্রা
দুই ফ্রন্টে চাপে ভারত, দক্ষিণ এশিয়ায় অশান্তির শঙ্কা
কাশ্মীরের সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যখন সম্পর্কের টানাপোড়েন চরমে, তখন কৌশলগতভাবে পাকিস্তানের পাশে দাঁড়াল চীন। রোববার (২৭ এপ্রিল) পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক ডারের সঙ্গে ফোনালাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই স্পষ্টভাবে জানান, সন্ত্রাসবিরোধী প্রচেষ্টায় চীন পাকিস্তানের দৃঢ় অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করছে। পাশাপাশি পাকিস্তানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় বেইজিংয়ের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
চীনের এই প্রকাশ্য সমর্থন শুধু রাজনৈতিক নয়; বরং তা ভূরাজনৈতিক শক্তির ভারসাম্যে একটি নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ওয়াং ই বলেন, "সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই সব দেশের যৌথ দায়িত্ব। পাকিস্তানের ন্যায়সঙ্গত নিরাপত্তা উদ্বেগ চীন পুরোপুরি বুঝে এবং তার পাশে...