
দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন (২৯ ৩৬) এর সভাপতিকে সদস্যপদ খারিজ/বহিষ্কার করেছে
মাসুদুর রহমান, দিনাজপুর : দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন (২৯ ৩৬) এর সভাপতি (ভারপ্রাপ্ত) / সাধারণ সম্পাদক এর স্বাক্ষরিত একটি প্রাপ্ত চিঠি থেকে আমরা জানতে পারি যে, দিনাজপুরের সাংবাদিক ইউনিয়নের সভাপতি জি. এম হিরুকে বহিষ্কার করেছে। আমরা উক্ত চিঠির মাধ্যমে আরও জানতে পারি জি. এম হিরু সভাপতি থাকাকালীন সাংবাদিক ইউনিয়নের স্বার্থ বিরোধী কার্যকলাপ, অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও একক কর্তৃত্বে প্রকৃত সাংবাদিকদের বাদ দিয়ে ভূয়া তালিকা তৈরি করে সংগঠনের ভাবমর্যাদা ক্ষুণ্ন করার অপরাধে গঠনতন্ত্রের ৬ এর (খ) এর বিধি মোতাবেক সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজিঃ নং-রাজ-২৯৩৬) এর সভাপতি জিএম হিরু'র সদস্যপদ স্থায়ীভাবে সরাসরি খারিজ/বহিষ্কার হয়েছে।
গত (৬ জুলাই ২০২৫) তারিখ
সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজিঃ নং-রাজ-২৯৩৬) এর ভারপ্রাপ্ত সভাপতি সাদাকা...