
চীনের হাত ধরে ইউরোপে ঘটছে সবুজ বিপ্লব
আমদানিনির্ভর জ্বালানি থেকে সরে নবায়নযোগ্য শক্তির দিকে এগোচ্ছে ইউরোপ। ইউরোপের এই রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে চীনের নতুন জ্বালানি খাত। বিশেষজ্ঞরা বলছেন, উন্নত প্রযুক্তি ও প্রতিযোগিতামূলক দামে সৌর প্যানেল সরবরাহ করে ইউরোপের গ্রিন এনার্জি স্বপ্নের গতি বাড়াচ্ছে চীন।
চীনের সিয়ামেন বিশ্ববিদ্যালয়ের জ্বালানি নীতি গবেষণা ইনস্টিটিউটের প্রধান লিন বোছিয়াং বলেন, ‘ইউরোপের নিজস্ব নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন সীমিত। ফলে চীনের মতো দক্ষ উৎপাদনশীল দেশের সহায়তা ছাড়া তাদের লক্ষ্যে পৌঁছানো কঠিন।’
ইউরোপীয় ইউনিয়ন ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির হার ৪২.৫ শতাংশে উন্নীত করতে চায়। এখন যা ৩২ শতাংশ।
২০২৫ সালের ইনটারসোলার ইউরোপ এক্সপোতে ৫০টি দেশের ২,৭০০ কোম্পানির সঙ্গে অংশ নিয়েছিল চীনের ৮৫০টি প্রতিষ্ঠান। তারা সৌর প্যানেল, শক্তি সংরক্ষণ, ইভি চার্জিং ও ইন্টিগ্রেটেড এনার্জি সলিউশন প্রদর্শন কর...