Saturday, July 12
Shadow

Tag: শিক্ষা আর স্বপ্ন একসাথে

শিক্ষা আর স্বপ্ন একসাথে: বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই তরুণের এগ্রো ফার্মের যাত্রা

শিক্ষা আর স্বপ্ন একসাথে: বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই তরুণের এগ্রো ফার্মের যাত্রা

ঢাকা, ফিচার, বাংলাদেশ, শিক্ষা
মোঃ আল শাহারিয়া সুইট, ডিআইইউ : বর্তমানে অনেক তরুণই চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন। তেমনই বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই তরুণ জুবাইদ হোসেন জিয়ান ও ইখতিয়ার উদ্দিন। ফেসবুকে পরিচয় থেকে গড়ে ওঠে বন্ধুত্ব, আর সেই বন্ধুত্বই একসময় রূপ নেয় ব্যবসায়িক অংশীদারিত্বে। জিয়ান পড়েন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে এবং ইখতিয়ার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে। একজন ব্যবসায়িক চিন্তায় দক্ষ, আরেকজন কৃষিতে অভিজ্ঞ এই দুজন মিলে গড়ে তুলেছেন একটি টেকসই খামার-ভিত্তিক প্রতিষ্ঠান। "শুরুটা যেভাবে" মাত্র ৩০ হাজার টাকা দিয়ে যাত্রা শুরু নিজেদের ৫ হাজার করে এবং বাকিটা বন্ধুদের কাছ থেকে ধার। শুরু হয়েছিল মাত্র ৭টি ছাগল নিয়ে। আজ তাদের খামারে রয়েছে ১০০টির বেশি ছাগল, ১২টি গরু, পাশাপাশি শুরু করেছেন মাছের খামারও। শাকসবজি ও নানা ফসলের চাষও করছেন তাঁ...