
শাল্লায় প্রকল্পের কাজে সন্তুষ্ট নয় অতিরিক্ত সচিব
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ :সুনামগঞ্জের শাল্লা উপজেলায় উন্নয়ন প্রকল্পের আওতায় মুক্তারপুর ব্রীজ হতে শাল্লা ব্রীজ পর্যন্ত তিনটি প্যাকেজে ৫৩ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। দরপত্রের মাধ্যমে কাজটি পায় নিয়াজ ট্রেডার্স ও ননা ট্রেডার্স।
এই দুটি ঠিকাদারী প্রতিষ্টান।
কাজের শুরু থেকে নানা অনিয়ম ও গাফিলতির অভিযোগ উঠে সংশ্লিষ্ট ঠিকাদারদের বিরুদ্ধে। এরই প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত সচিব আব্দুল লতিফ মোল্লা এই উন্নয়ন প্রকল্পটি পরিদর্শনে আসেন। শনিবার(৩ মে) বেলা ১২ টায় এই প্রকল্পটি পরিদর্শনকালে সাংবাদিকদের বলেন, প্রকল্পে যেভাবে কাজ হচ্ছে তাতে সন্তুষ্ট নয়। খুবই ধীরগতিতে কাজ চলছে। এভাবে কাজ চললে নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ করা সম্ভব নয়। এখানে ঠিকাদারের গাফিলতি রয়েছে যার ফলেই প্রকল্পের কাজে নাজেহাল অবস্থা। সংশ্লিষ্ট ঠিকাদার নানা অজুহাত দেখিয়ে প্রকল্পের ...