Monday, July 14
Shadow

Tag: শান্তি ও বন্ধুত্ব বিষয়ক

জাপানের ইওয়াতে চীন –জাপান শান্তি ও বন্ধুত্ব বিষয়ক সিম্পোজিয়াম অনুষ্ঠিত

জাপানের ইওয়াতে চীন –জাপান শান্তি ও বন্ধুত্ব বিষয়ক সিম্পোজিয়াম অনুষ্ঠিত

বিদেশের খবর
‘শান্তিকে লালন করি, বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যাই’এই প্রতিপাদ্যে জাপানের ইওয়াতে প্রিফেকচারের মোরিওকায় অনুষ্ঠিত হয়েছে সিম্পোজিয়াম। চীনা জনগণের জাপানি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধযুদ্ধ এবং বিশ্বব্যাপী ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধে বিজয়ের ৮০ তম বার্ষিকী স্মরণে আয়োজন করা হয় এই সিম্পোজিয়াম।   অনুষ্ঠানটি মঙ্গলবার চীনের জাপানস্থ দূতাবাস এবং সাপোরোতে চীনা কনসুলেট-জেনারেল যৌথ ভাবে আয়োজন করে।এতে চীন ও জাপানের ১০০ জনের ও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন। চীনের জাপানস্থ দূতাবাসের মিনিস্টার শিইয়ং বলেন, ’৮০ বছর আগে জাপানি সামরিক তন্ত্রের শুরু করা যুদ্ধ এশিয়া জুড়ে ব্যাপক দুঃখ-ভোগ ডেকে এনেছিল। তিনি একই সঙ্গে চীনের তাইওয়ানকে জাপানি দখলদারিত্ব থেকে মুক্ত হওয়ার ৮০ তম বার্ষিকীর কথা ও উল্লেখ করেন এবং পুনর্ব্যক্ত করেন যে তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ।সেই সঙ্গে চীন-জাপান চারটি রাজনৈতিক নথি...