Friday, July 4
Shadow

Tag: লুট

কার লুটপাট কত লক্ষ কোটি?

কার লুটপাট কত লক্ষ কোটি?

কলাম
চন্দন আজিজ সম্প্রতি পত্রিকায় খবর এসেছে, ইউনুস সরকার দায়িত্ব নেবার মাত্র ১১ মাসের কম সময়ে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে নতুন মুদ্রা ছাপিয়ে আর্থিকভাবে দুর্বল ১২টি ব্যাংককে সাড়ে ৫২ হাজার কোটি টাকার সহায়তা সরবরাহ করেছে। শুরু হয়ে গেছে মাতম! পলাতক হাসিনার কিছু ল্যাস্পেন্সার অলরেডি প্রচার করতে শুরু করে দিয়েছে- তাহলে হাসিনা সরকার আর ইউনুস সরকারের তফাত কী? হাসিনা লুটপাট করেছে, ইউনুস আর তার সাঙ্গপাঙ্গরাও লুটপাট করছে। বরঞ্চ, ইউনুসের সরকারের লুটপাটের গতি অনেক বেশি। মাত্র ১১ মাসে এতো টাকা লুটপাট, যা তা কথা! আসুন, দেখি- আসলেই কি লুটপাট চলমান? এই ৫২,৫০০ কোটি টাকার মধ্যে ১৯,০০০ কোটি টাকা কোনো ব্যাংককে দেওয়া হয়নি। বরং, কয়েকটি ব্যাংকের চলতি হিসাবে ঘাটতি টাকাকে ঋণে রুপান্তর করা হয়েছে। প্রথমেই প্রশ্ন আসে, চলতি হিসাবে ঘাটতি কেমন করে হলো? দেশের সব ব্যাংকের ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক...