
যেকোনো বৈদেশিক চাপে টিকে থাকবে চীনা অর্থনীতি: লি ছিয়াং
চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং বলেছেন, চীনের অর্থনীতি যেকোনো বৈদেশিক চাপ সামাল দেওয়ার সক্ষমতা রাখে এবং দীর্ঘমেয়াদে স্থিতিশীল ও ইতিবাচক প্রবৃদ্ধি অর্জন করতে পারবে।
মঙ্গলবার ব্রাজিল সফরের সময় স্থানীয় চীনা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে উপস্থিত ছিলেন ব্যাংক অব চায়না, গ্রেট ওয়াল মোটর, স্টেট গ্রিড, গোল্ডউইন্ড, কফকো, গ্রি ইলেকট্রিক, দাহুয়া টেকনোলজি ও জেডটিটি গ্রুপের কর্মকর্তারা।
লি জানান, সাম্প্রতিক বছরগুলোতে চীনা কোম্পানিগুলো বৈশ্বিক পর্যায়ে ব্যাপকভাবে বিস্তার করেছে, আন্তর্জাতিক বাজারে কার্যক্রম পরিচালনার সক্ষমতা বৃদ্ধি পেয়েছে এবং এতে করে অভ্যন্তরীণ অর্থনীতিও চাঙ্গা হয়েছে।
প্রধানমন্ত্রী জানান, বিদেশে পরিচালিত চীনা কোম্পানিগুলোর জন্য সরকার আরও শক্তিশালী সহায়তা দেবে। সহযোগিতা জোরদার করতে বিভিন্ন প্ল্যাটফর্ম গড়ে তোলা হবে এবং পরামর্শ, অর্থায়ন, ক্রে...