Wednesday, July 16
Shadow

Tag: লিতুন জিরা

হাত-পা ছাড়া জন্ম নেওয়া অদম্য লিতুন জিরা’র চমক; 

হাত-পা ছাড়া জন্ম নেওয়া অদম্য লিতুন জিরা’র চমক; 

খুলনা, ফিচার, বাংলাদেশ, যশোর, শিক্ষা
মুখ দিয়ে লিখে এসএসসিতে জিপিএ-৫ জেমস আব্দুর রহিম রানা, যশোর : অদম্য ইচ্ছাশক্তিতে বলীয়ান যশোরের মণিরামপুরে হাত-পা ছাড়া জন্ম নেওয়া লিতুন জিরা একের পর এক পরীক্ষায় মেধা ও প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে। অদম্য মেধাবী লিতুন জিরা সদ্য প্রকাশিত এসএসসির ফলাফলেও চমক দেখিয়েছে। বিজ্ঞান বিভাগ থেকে সব বিষয়ে জিপিএ-৫ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সে। মণিরামপুর উপজেলার গোপালপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেয় লিতুন জিরা। ভবিষ্যতে এই মেধাবী ও লড়াকু সন্তান সমাজের পিছিয়ে পড়া ও আর্তমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দিতে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখছে।  বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ফলাফল প্রকাশের পর উচ্ছ্বসিত লিতুন জিরার পরিবার। ফলাফলে সন্তোষ প্রকাশ করে লিতুন জিরা জানায়, সে আরও ভালোভাবে লেখাপড়া করে চিকিৎসক হতে চায়। যশোরের মণিরামপুর উপজেলার সাতনল খানপুর গ্রামের ...