Thursday, May 8
Shadow

Tag: লিগ্যাল নোটিশ

খুলনার ডুমুরিয়া এসিল্যান্ডের নামে লিগ্যাল নোটিশ

খুলনার ডুমুরিয়া এসিল্যান্ডের নামে লিগ্যাল নোটিশ

খুলনা, খুলনা জেলা, বাংলাদেশ
খুলনা প্রতিনিধিডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আসাদুর রহমানের নামে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। উচ্চ আদালতের রায়কে উপেক্ষা করা এবং খামখেয়ালীভাবে একটি মৎস্য ঘের জবর দখল করে দেওয়ার অভিযোগে ডুমুরিয়ার কোমলপুর গ্রামের আনজারুল ইসলাম খুলনা জজ কোর্টের আইনজীবি সরদার আব্দুল করিমের মাধ্যমে এ লিগ্যাল নোটিশ পাটিয়েছেন।ওই নোটিশ সূত্রে জানা যায়, উপজেলার মির্জাপুরে কোমলপুর গ্রামের আনজারুল ইসলাম ও তাদের ভাই বোনদের ৭৫ শতকের একটি মৎস্য ঘের রয়েছে। ভুক্তভোগির দাদার ৪১০ নম্বর কবলা দলিল(২৭/২/৩৯) মুলে ওয়ারেশ সূত্রে  তারা  ওই মৎস্যঘেরটির মালিক। তবে গেল জরিপে ওই মৎস্য ঘেরের জমি রেজাউল ইসলাম নামে তার এক ভাইয়ের নামে বেশি রেকর্ড দেখানো হয়েছে। যে কারণে রেকর্ড সংশোধনের জন্য আদালতে মামলাও করা হয়েছে।  ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুর রহমান গত ১৭ ফেব্রুয়ারি আপত্তি শুনানী...