
লাকসামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসাম, কুমিল্লা.
কুমিল্লার লাকসামে আজ বুধবার (৩০ এপ্রিল) রোকসানা আক্তার(২০) নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওইদিন সকালে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর গ্রাম থেকে লাকসাম থানা পুলিশ মরদেহটি উদ্ধার করেন।
নিহত গৃহবধু ওই গ্রামের মোগল বাড়ির মৃত শহীদ উল্লাহর ছেলে পারভেজ হোসেন ফয়সালের স্ত্রী এবং একই ইউনিয়নের পলকোট গ্রামের আলী আশরাফের মেয়ে।
লাকসাম থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মো. হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ, এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিগত ৭-৮ মাস আগে একই ইউনিয়নের পলকোট গ্রামের আশরাফ আলীর মেয়ে রোকসানা আক্তারের সঙ্গে ইসলামী শরিয়ত মোতাবেক সামাজিক ভাবে পারভেজ হোসেন ফয়সালের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে নানাহ বিষয় নিয়ে ওই গৃহবধু...