
লাকসামে শ্রমিক সমাবেশে ড. সরওয়ার সিদ্দিকীইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই শ্রমিকদের অধিকার বাস্তবায়ন হবে
সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসাম: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, কুমিল্লা (দক্ষিণ) জেলা সেক্রেটারি, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী বলেছেন, এদেশে এখনো শ্রমিকদের অধিকার নিশ্চিত হয়নি। শ্রমিকদের কর্মঘন্টা নিশ্চিত হয়নি। হয়নি ন্যায্য মজুরি নিশ্চিত। এখনো শ্রমিকদের ওপর জুলুুম-নির্যাতন চলে। এদেশে শ্রম আদালত আছে। রয়েছে শ্রমিকদের জন্য শ্রম আইন। কিন্তু কার্যত সঠিক বাস্তবায়ন নেই। কারণ রাষ্ট্রীয় ভাবে ইসলামী সমাজ ব্যবস্থা গড়ে ওঠেনি। কোরআন সুন্নাহ ভিত্তিক ইসলামী কল্যাণ রাষ্ট্র ও আইন বাস্তবায়ন হলে সকল মানুষের সমঅধিকার প্রতিষ্ঠা হবে। সেজন্য ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। বৃহস্পতিবার (১মে) আন্তর্জাতিক শ্...