Sunday, May 11
Shadow

Tag: লাকসামে অবশেষে শিশু অনু’র খোঁজ মিললো ; তবে জীবিত নয়!

লাকসামে অবশেষে শিশু অনু’র খোঁজ মিললো ; তবে জীবিত নয়!

লাকসামে অবশেষে শিশু অনু’র খোঁজ মিললো ; তবে জীবিত নয়!

কুমিল্লা, চট্টগ্রাম, বাংলাদেশ, সংবাদ
সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসাম : কুমিল্লার লাকসামের শিশু অনু'র অবশেষে খোঁজ মিলেছে। তবে জীবিত নয়, মৃত। নিখোঁজের একদিন পর তার মরদেহের সন্ধান মিলেছে। মঙ্গলবার (৬ মে) বিকেলে মুদাফরগঞ্জ (উত্তর) ইউনিয়নের নাকঝাটিয়া গ্রামের একটি পুকুর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। আগেরদিন সোমবার (৫ মে) নিখোঁজ হয় ছোট্ট শিশু অনু। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা নিখোঁজ শিশু অনু'র মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।সংবাদ পেয়ে কুমিল্লা জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি,লাকসাম সার্কেল) সৌমেন মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময লাকসাম থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মাসুদসহ অন্যান্য পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।পুলিশ, এলাকাবাসী ও নিহত শিশুদের পারিবারিক সূত্রে জানা গেছে, লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ (উত্তর) ইউনিয়নের নাকঝাটিয়া গ্...