
লাকসামের ছোট্ট শিশু অনু’র এখনো সন্ধান মিলেনি!
মো. মুজিবুর রহমান দুলাল, লাকসাম কুমিল্লা :ছোট্ট শিশু অনু। বয়স মাত্র আড়াই বছর। অল্প অল্প কথা বলতে পরে। তাও স্পষ্ট নয়। গতকাল সোমবার (৫ মে) সকাল থেকে পাওয়া যাচ্ছে না তাকে। সবার অলক্ষ্যে কোথায় হারিয়ে গেছে। কেউ বলতে পারছে না। নিখোঁজের পর থেকে অনেক জায়গা খুঁজছেন বাবা-মা আত্মীয়-স্বজন।সারাদিন গড়িয়ে রাত। রাত পেরিয়ে আবারও দিন। কিন্তু কোনোভাবেই হদিস মিলছে না অনুর। অনুকে হারিয়ে বাবা-মা,স্বজনরা দিশেহারা। মায়ের বিলাপ,আর বাবা আর্তনাদ কিছুতেই থাকছে না। তাঁদের আহাজারিতে পুরো এলাকার বাতাস যেনো ভারি হয়ে ওঠেছে। কোনোভাবেই শান্তনা দেওয়া যাচ্ছে না সন্তানহারা বাবা-মাকে।লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ (উত্তর) ইউনিয়নের নাকঝাটিয়া গ্রামের মহিন উদ্দিন মজুমদারের মেয়ে অনু।গতকাল সোমবার সকাল থেকে তাকে খুঁজে না পেয়ে এলাকাসহ আশপাশে মাইকিং করা হয়েছে। লাকসাম থানায় হারানো সংক্রান্ত সাধারণ ডাইরী (জিডি) করেছেন নি...