
চীনের পাবলিক লাইব্রেরিতে এআই প্রযুক্তির চমক
চীনের পাবলিক লাইব্রেরিগুলোয় এখন বই সাজানো, ফেরত নেওয়া আর শেয়ার করার কাজ হচ্ছে আরও দ্রুত। কারণ সেখানে ব্যবহার করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত স্মার্ট সিস্টেম। কুয়াংতোংয়ের সান ইয়াত-সেন লাইব্রেরিতে আগে নতুন দুই হাজার বই সাজাতে ২০ দিন লাগত, এখন স্মার্ট সিস্টেমে সে কাজ হচ্ছে ১০ মিনিটেই। চ্যচিয়াং লাইব্রেরিতেও ঘণ্টায় দেড় হাজার বই ফেরত নেওয়া ও সাজানোর কাজ করছে ইন্টেলিজেন্ট সিস্টেম। বেইজিংয়ের ন্যাশনাল লাইব্রেরি দেশজুড়ে লাইব্রেরিগুলোর বই ব্যবস্থাপনা চালু করেছে ব্লকচেইন প্রযুক্তি।
চীনের পাবলিক লাইব্রেরিগুলোতে বই সাজানো, ফেরত নেওয়া আর শেয়ার করার কাজ এখন বদলে গেছে। বই প্রসেসিংয়ে এসেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তি।
কুয়াংতোং প্রদেশের সান ইয়াত-সেন লাইব্রেরিতে বছরে কেনা হয় প্রায় ৩ লাখ নতুন বই। আগে যেখানে নতুন দুই হাজার বই ক্লাসিফিকেশন, ক্যাটালগিং আর লেবেলিং...