Tuesday, July 15
Shadow

Tag: রোবোটিক বাহু

গভীর সমুদ্রের নতুন রোবোটিক বাহু বানাল চীন

গভীর সমুদ্রের নতুন রোবোটিক বাহু বানাল চীন

অর্থনীতি ও বাণিজ্য, বিদেশের খবর
জুলাই ৮, সিএমজি বাংলা ডেস্ক: গভীর সমুদ্রের তেল ও গ্যাস অনুসন্ধান ও রক্ষণাবেক্ষণ কাজে ব্যবহারের জন্য ৭টি কার্যক্ষমতা সম্পন্ন নিজস্ব রোবোটিক বাহু চালু করেছে চীন। প্রযুক্তিটির উন্নয়ন করেছে চীনের অফশোর অয়েল ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড—সিওওইসি। যান্ত্রিক বাহুটিকেদূরনিয়ন্ত্রিত যানে স্থাপন করে দক্ষিণ চীন সাগরের পার্ল রিভার মাউথ বেসিনে সফলভাবে প্রথম কার্যক্রম পরিচালনা করা হয়। এটি ৭,০০০ মিটার গভীর পানিতে কাজ করতে সক্ষম। বাহুটি সাতটি পৃথক কাজ দক্ষতার সঙ্গে করতে পারে—প্রসারণ, সংকোচন, দোলানো, ঘোরানো, খুলে ধরা, চেপে ধরা এবং আটকে রাখা। এটি প্রবল স্রোতেও মধ্যেও ভাল্ব পরিচালনা ও যন্ত্রাংশ স্থাপনের মতো সূক্ষ্ম কাজ করেছে। ৬০ কেজি ওজনের বাহুটি একই ধরনের আন্তর্জাতিক যন্ত্রপাতির তুলনায় ৩৫ শতাংশ হালকা এবং এটি ১২৫ কেজি ওজন পর্যন্ত বহন করতে পারে। এটির উৎপাদন খরচও আমদানিকৃত রোবোটিক বাহুর চেয়ে ৪০ ...