Friday, May 9
Shadow

Tag: রেলওয়ে

শাহ আলমের জমি কারসাজি: রেলের সম্পদে গড়েছেন সাম্রাজ্য

শাহ আলমের জমি কারসাজি: রেলের সম্পদে গড়েছেন সাম্রাজ্য

অপরাধ, এক্সক্লুসিভ, চট্টগ্রাম, চট্টগ্রাম জেলা শহর, বাংলাদেশ
আরমান আহমেদ, প্রধান প্রতিবেদক: ফ্যাসিবাদি হাসিনা সরকারের পতন হলেও এখনও সংস্কার হয়নি বন্দরনগরী চট্টগ্রামের সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং (সিআরবি)-এর অনেক চক্র। এখনও সেখানে আতঙ্কের নাম শাহ আলম সিন্ডিকেট। পূর্বাঞ্চল রেলের জমি লিজ নেয়াই যেন মূল পেশা। কখনো নিজের নামে, কখনো স্ত্রী ইয়াসমিন আলমের নামে তিনি চতুরভাবে রেলের জায়গা ও দোকানপাট হাতিয়ে নেন। এসব জমিতে কখনো তৈরি করেন রেস্টুরেন্ট, কখনো স্কুল, আবার কখনো বিশাল মার্কেট—যা পরে তিনি তৃতীয় পক্ষকে ভাড়া দিয়ে মোটা অঙ্কের টাকা আয় করেন। এসব কার্যক্রমে তিনি রেল বিভাগের বিভিন্ন শাখা ও ক্ষমতাধর মহলের সহায়তা নিয়ে থাকেন বলে অভিযোগ রয়েছে। শাহ আলমের দাপটে চলছে গোটা রেলওয়ের টেন্ডার, ইজারা ও দখল বাণিজ্য। অভিজ্ঞতার ভুয়া সনদ দিয়ে প্রভাব খাটিয়ে রেল সচিবালয় ভবন ও পদ্মা রেল প্রজেক্টের মতো স্পর্শকাতর প্রকল্পের কাজও বাগিয়ে নিয়েছে এই চক্রে জড়িত অদক্ষ...