
যুব সাফ চ্যাম্পিয়নশিপ: টাইব্রেকারে হৃদয়ভাঙা পরাজয় বাংলাদেশের
অরুণাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে যুব সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার লড়াইয়ে রুদ্ধশ্বাস এক ফাইনালে ভারতের বিপক্ষে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ।
টাইব্রেকারের শেষ বাঁশি বাজার পর গোলবারের পাশে উদাস ভঙ্গিতে দাঁড়িয়ে ছিলেন বাংলাদেশের গোলরক্ষক ইসমাইল হোসেন। ম্যাচজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখিয়েও শিরোপা হাতছাড়া হওয়ায় বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন তিনি। অন্যদিকে, মাঠের অপর প্রান্তে ভারতীয় খেলোয়াড়দের উল্লাসের বিপরীতে বাংলাদেশের ফুটবলাররা কান্নায় ভেঙে পড়েন।
দারুণ সুযোগ এনে দিয়েও হতাশা
টাইব্রেকারে ভারতের দ্বিতীয় শটটি দারুণভাবে রুখে দিয়েছিলেন ইসমাইল। সেই সেভ বাংলাদেশের জন্য শিরোপার দ্বার খুলে দিয়েছিল। তবে নাজমুল হুদা ফয়সাল ও সালাহ উদ্দিন শাহেদ শেষ দুটি শটে গোল করতে ব্যর্থ হলে স্বপ্ন ভেঙে যায়। ভারতের অধিনায়ক সিঙ্গামায়ুম শামির শেষ শটটি জালে জড়ালে ...