
সবাইকে ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে: সাবেক এমপি মাহমুদুল হক রুবেল
রিয়াদ আহাম্মেদ, শেরপুর প্রতিনিধি:
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক তিনবারের এমপি মাহমুদুল হক রুবেল বলেছেন যে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখার ৩১ দফা বাস্তবায়নের কোন বিকল্প নেই। তিনি (আজ ৮ জুলাই) মঙ্গলবার বিকেলে শ্রীবরদী উপজেলা বিএনপির উদ্যোগে ভেলুয়া, খড়িয়া কাজিরচর ও কুড়িকাহনিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শ্রীবরদী উপজেলার বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলার ৩ ইউনিয়নের বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি রুবেল বলেন, যে কোন মূল্যে সাবাইকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে বিজয়ী হওয়ার কোন বিকল্প নেই। শ্রীবর...