Thursday, May 8
Shadow

Tag: মানববন্ধন

লবনপানি বন্ধের দাবিতে খুলনার কয়রায় মানববন্ধন

লবনপানি বন্ধের দাবিতে খুলনার কয়রায় মানববন্ধন

খুলনা, বাংলাদেশ
খুলনা প্রতিনিধিঃখুলনা কয়রা উপজেলার মহেশ্বরীপুর  ইউনিয়নের (নোয়ানী)সুইচগেটদিয়ে  আমতলা কেওড়া কাটাখালের ইজারাদার রাতের আঁধারে অবৈধভাবে লবণ পানি উত্তোলন করায় লবনপানি  বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে প্রায় ৪শ' মানুষ উপস্থিত ছিলেন।শনিবার (৩ মে) বিকেল ৫ টায় আমতলা কেওড়া কাটা খাল পাড়ে গ্রামবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে" লবণ পানি তুলতে আসবি বুড়ো ঝাঁটার বাড়ি খাবি" লবণ পানির পক্ষে যারা উপকূলের শত্রু তারা" আমার খেলার মাঠ চাই "সংখ্যালঘু নির্যাতন বন্ধ কর " ২০০ বছরের মন্দির রক্ষা করো " বিভিন্ন ফেষ্টুনি হাতে নিয়ে মানববন্ধনে দাঁড়ান গ্রামবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক পল্লী চিকিৎসক ডাঃ সঞ্জয় সরদার, মোঃ মফিজুল ইসলাম শিকারী,মোঃ ফিরোজ হোসেন, মোঃ সেলিম শেখ, নিতিশ বৈদ্য,শ্যামপদ রায়, পণিতা ঘরামি,সুমন মৃধা, গোবিন্দ মিস্ত্রি, ম...