
পাইকগাছায় মৎস্য লীজ ঘেরের বাঁধ কেটে লুটপাট ও ভাংচুরের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় ভরা মৌসুমে মৎস্য লীজ ঘেরের বাঁধ কেটে ও বাসাবাড়ি ভাংচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি ও ঘেরের মাছ লুটপাটের অভিযোগ উঠেছে। শুক্রবার ভোরে উপজেলার কপিলমুনি ইউনিয়নের কামারাবাদ মৌজার মাইটখালী মৎস্য লীজ ঘেরের এ ঘটনায় ভুক্তভোগী ঘের মালিক পক্ষ থানায় অভিযোগ করেছেন।
এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নালিশী জমির উপর আদালতের চিরস্থায়ী নিষেধাজ্ঞা রয়েছে বলে মালিক পক্ষ জানিয়েছে। কপিলমুনি'র নাবা গ্রামের মৃতঃ অতুল মন্ডলের ছেলে জমির মালিক নির্মল চন্দ্র মন্ডল জানান,আমি বিগত ৮৩-৮৪ সালে নিলাম গ্রহিতাদের কাছ থেকে কোবলামূলে ২৫ বিঘা জমি ক্রয় করি।
যার তপশীল হলো কামারাবাদ মৌজার এস এ ৮১ খতিযানভুক্ত ৯৪/১১০ ও ১৮/১১৩ দাগভুক্ত এ ২৫ বিঘা জমি। তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে এ জমি ভোগ দখলে থাকাকালে আমার সরকার পক্ষ উচ্ছেদ চেষ্টা করলে আমি সরকারের বিরুদ্ধে খুলনার সাবজজ তৃতীয় আদালতে দ...