
শ্রীবরদীতে মসলার জাত সম্প্রসারণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রিয়াদ আহাম্মেদ, শেরপুর জেলা : শেরপুরের শ্রীবরদীতে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে দুই দিনব্যাপী কৃষি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। ২৮ এপ্রিল সোমবার শ্রীবরদী উপজেলা কৃষি অফিসের হল রুমে কর্মশালার উদ্ধোধন করেন উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিন। এদিন প্রথম পর্যায়ে উপজেলার ৬০ জন কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহন করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শোয়েব আহমেদ।
অতিরিক্ত কৃষি অফিসার মো. ওয়াসিফ রহমানের সন্ঞ্চালনায় প্রশিক্ষণের উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. আলমগীর কবির। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে অতিরিক্ত কৃষি অফিসার ওয়াসিফ রহমান বিভিন্ন মসলার পরিচিতি, মসলার গুণাগুণ ও চাষ পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষনার্থীদের মাঝে আলোচনা করেন। ...