Monday, May 19
Shadow

Tag: বৃষ্টির পূর্বাভাস

দেশের তিন বিভাগে টানা তিন দিন বৃষ্টির পূর্বাভাস

দেশের তিন বিভাগে টানা তিন দিন বৃষ্টির পূর্বাভাস

জাতীয়
রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ৭২ ঘণ্টা ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার (১৮ মে) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সক্রিয় সঞ্চালনশীল মেঘমালার কারণে রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা এ তিন বিভাগের বিভিন্ন স্থানে ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, 'তিন বিভাগের অধিকাংশ এলাকায় টানা ৭২ ঘণ্টা ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে। এরপর বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে।' বৃষ্টিপাতের মাত্রা সম্পর্কে তিনি জানান, ২৪ ঘণ্টায় ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টি হালকা, ১১ থেকে ২২ মিলিমিটার মাঝারি, ২৩ থেকে ৪৩ মিলিমিটার মাঝারি ধরনের ভারি, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি হলে অতি ভারি বৃষ্টিপাত হিসেবে বিবেচিত হয়। রবিবার সকালে প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়, আগামী ২৪...