
বিশ্ব টিকাদান সপ্তাহ পালনের অ্যাডভোকেসি সভা
এম এন আলী শিপলু, খুলনা : বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষে বিভাগীয় অ্যাডভোকেসি সভা মঙ্গলবার (২০ মে) সকালে খুলনার সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার।প্রধান অতিথি বলেন, খুলনাকে বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করতে হয়। এ সময়ে আমাদের শিশুদের সঠিক সময়ে যে টিকাগুলো দেওয়ার কথা থাকে সেটা দেওয়া সম্ভব হয় না। ফলে শিশুদের জন্য টিকাদানের যে নির্ধারিত সময় থাকে সেই সময়ে টিকা নিতে পারে না। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এক সময় দেখেছি বাংলাদেশে শিশুদের টিকা দেওয়ার হারটাও কম ছিল। যার ফলে শিশুদেরকে বিভিন্ন চ্যালেঞ্জ এর মধ্য দিয়ে বড় হতে হয়েছে। বর্তমানে চিকিৎসা ব্যবস্থার উন্নতির ফলে আমাদের বাচ্চাদের আগের পরিস্থিতি তেমন মোকাবেলা করতে হচ্ছে না।ডাক্তারদের প্রশংসা করে বিভাগীয় কমিশনার বলেন, এটার জন্য আপনাদের অবদান খুবই গুরুত্বপূ...