
সাবেক এমপি গফফার বিশ্বাসের জ্যেষ্ঠ পুত্র শিবলীর ইন্তেকাল, বিভিন্ন সংগঠনের শোক বিবৃতি
মোরশেদ খুলনা :খুলনা- ৩ আসনের সাবেক এমপি আব্দুল গফফার বিশ্বাসের জ্যেষ্ঠ পুত্র আলহাজ্ব মোহাম্মাদ শিবলী বিশ্বাস (৫০) শনিবার (৩ মে) সকাল সাড়ে ৬টায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মরহুম শিবলী বিশ্বাস খুলনা মটর বাস মালিক সমিতির কার্যকরী সভাপতি ও কেডিএ নিউমার্কেট দোকান মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তিনি পিতা, স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তিনি সাবেক বিরোধী দলীয় হুইপ ও বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা মরহুম মশিউর রহমানের জামাতা। তার মৃত্যুর খবর পেয়ে সকাল থেকে মরহুমের নূরনগর বিশ^াস বাড়িতে আত্মীয়, শুভাকাঙ্খি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি ভিড় জমায়।শনিবার (৩ মে) বাদ আসর নূরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।নামাজে জা...