
চীনের ইনার মঙ্গোলিয়ায় মরুভূমির সবুজ বেষ্টনি সম্পন্ন
উত্তর চীনের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের তিনটি প্রধান মরুভূমিকে ঘিরে তৈরি হয়েছে বালির বেষ্টনী। বাদাইন জারান, উলান বুহ এবং তেঙ্গের মরুভূমিকে ঘিরে ১৮৫৬ কিলোমিটার দীর্ঘ সবুজ বেল্ট এখন সুরক্ষা দেয়াল হিসেবে কাজ করছে। খড় দিয়ে তৈরি চেকারবোর্ডের মতো দেখতে বেষ্টনীগুলো নিয়ন্ত্রণে এনেছে মরুর বেড়ে চলা। সেইসঙ্গে যুক্ত হয়েছে আধুনিক নানা যন্ত্রের ব্যবহার। চীনে মরুভূমিভিত্তিক ইকো-ট্যুরিজম ও অর্থনৈতিক উন্নয়নের পথও দেখাচ্ছে এই সাফল্য।
দাইন জারান মরুভূমির দক্ষিণ-পূর্ব প্রান্তে ঐতিহ্যবাহী পদ্ধতিতে খড়ের ‘চেকারবোর্ড’ বসানোর মধ্য দিয়ে গত সপ্তাহে শেষ হয় এখানকার শেষ ধাপের কাজ। এর ফলে এখন ১,৮৫৬ কিলোমিটার দীর্ঘ একটি সবুজ বেষ্টনী বাদাইন জারান, উলান বুহ এবং তেংগের—এই তিন মরুভূমিকে ঘিরে ফেলেছে, যা ভবিষ্যতে মরুর বিস্তার রোধ করবে।
বালুর গতিপথ আটকাতে একটি প্রাচীন কৌশল চেকারবোর্ড। মরুভূমির বালুর ...