বাউফলে লাগাতার ৪ দিনের টানা বর্ষণে কৃষকের মাথায় হাত
মোঃ জসীম উদ্দিন বাউফল (পটুয়াখালী): পটুয়াখালীর বাউফলে টানা ৪র্থ দিনের বর্ষণে কৃষি ফসলী জমীর ব্যপক ক্ষয়-ক্ষতি হয়েছে। গত সোমবার থেকে শুরু হওয়া বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে বীজতলা ও মাছের ঘের। হুমকিতে রয়েছে মুরগী খামার। বৃষ্টি চলতে থাকলে কি হবে কিছুই জানেন না কৃষক।
উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, ১২শত ২ হেক্টর জমিতে রোপা আমন ধানের বীজতলা তৈরি করা হয়। এরমধ্যে ৫শত ৪০হেক্ট বীজতলা ক্ষতিগ্রস্থ হয়েছে। ২হাজার ৮শত ২১ হেক্টর জমিতে রোপা আউশ চাষ করা হয়েছে। এরমধ্যে ৮শত ৪৬ হেক্টর জমির ধান ক্ষতির মধ্যে পরেছে। সব্জি ২৫০ হেক্টর এরমধ্যে ১৮৮ হেক্টর ক্ষতির মুখে রয়েছে। পানের বরজ ৩৮ হেক্টর, কলা ১৭ হেক্টর, পেপে ১০ হেক্টরসহ সকল উৎপাদনই বর্ষণে ক্ষতির মুখে পরেছে। তলিয়ে গেছে মাছের ঘের। ২শতাধিক মৎস্য খামারি আশিংক ক্ষতি সাধিত হয়েছে। এছারাও মুরগী খামারী রায়েছেন হু...