
নেত্রকোনার হাওরে নিষিদ্ধ চায়না জাল’ দিয়ে অবাধে মাছ নিধন, হুমকিতে দেশীয় মাছ
আশরাফ গোলাপ (নেত্রকোনা): নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজাফফরপুর ইউনিয়নের জালিয়ার হাওরে নিষিদ্ধ ‘চায়না জাল’ স্থানীয়ভাবে ম্যাজিক জাল দিয়ে অবাধে মাছ ধরা হচ্ছে। এই জালের মাধ্যমে ছোট পোনা মাছসহ সকল ধরনের মাছ ধরা পড়ছে, যা দেশীয় মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকি তৈরি করেছে। যা দেশীয় মাছের অস্তিত্ব হুমকিতে পড়ছে বলে স্থানীয়রা অভিযোগ করছে।
সরেজমিনে মঙ্গলবার (২৪ জুন) সকালে উপজেলার মোজাফরপুর ইউনিয়নের জালিয়ার হাওড়ে চায়না জাল দিয়ে অবৈধ ভাবে মাছ ধরার দৃশ্য চোখে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, গত এক মাস ধরে জালিয়ার হাওরের বিভিন্ন খাল-বিলে এই জাল ব্যবহার করে প্রতিদিন বিপুল পরিমাণ মাছ ধরা হচ্ছে। বিকেল কিংবা সন্ধ্যার দিকে এজাল হাওড়ে পাতা হয় এবং খুব ভোরে তা তুলে ফেলা হয়। জালে যে প্রকৃতির মাছ দেখা যায়, তাদের পোনা জাতীয় বেশি।
বিশেষ করে বোয়াল মাছের বিপ...