
বাঁধের উৎকণ্ঠায় খুলনা উপকূলবাসীর আতঙ্ক
এম এন আলী শিপলু, খুলনা : খুলনার উপকূলবাসী এখনো আইলা-সিডরের ক্ষত কাটিয়ের উঠতে পারে নি। যার দরু এই ক্ষত এখনো তাদের তাড়িয়ে নিয়ে যায় দু:সহ সেই স্মৃতিতে। প্রতিবছরের ঝড়ের মাস আসলে আমাদের মনে খুব ভয় লাগে। বিভিন্ন দুর্যোগে আমাদের বাড়ির সামনে কপোতাক্ষ নদীর বাঁধ ভেঙে গ্রামে পানি ঢুকেছে। এতে আমাদের গ্রামবাসীর ব্যাপক ক্ষয় ক্ষতি করেছে। আমরা বাড়িতে থাকতে পারি না সাইক্লোনে গিয়ে আশ্রয় নিতে হয়। জোয়ারের পানিতে ঘরের ভেতর থাকা মালামাল জিনিসপত্র সব ভেসে যায়। আমাদের ১৪ বিঘা জমি এই কপোতাক্ষ নদের ভাঙ্গনে চলে গেছে। প্রায় ১৫ দিন আগে আবার আমাদের এই বাড়ির সামনের কপোতাক্ষ নদীর হরিণখোলার গ্রামের বেড়িবাঁধে ভাঙ্গনের ধস নেমেছে। নদীর জোয়ারের স্রোতের গতি বৃদ্ধি পেলে ধাক্কা লাগলে যেকোনো সময় এই বাঁধ ভেঙে আবার আমাদের গ্রামে পানি ঢুকতে পারে। নদীতে জোয়ার হলে আমি প্রায় এসে এসে দেখি একেবারে ভেঙে গেল কিনা!এভাব...