Tuesday, July 1
Shadow

Tag: বর্ষার জল করে টলমল

বর্ষার জল করে টলমল

কবিতা, ফিচার, সাহিত্য
 নার্গিস আক্তার  আষাঢ় শ্রাবণ বর্ষাকালে  ফুটেছে বিলে হাজারো শাপলা ফুল। থই থই অর্থৈ জলে ভেসে বেড়ায় । সকাল সন্ধ্যা ক্ষণে ফুটে হাজারো পদ্ম ফুল । কৃষকেরা নৌকো নিয়ে বৈঠা হাতে,  সকালে যায় বিলের বাটে বহুদূর। তুলছে শাপলা নৌকা ভরে , বাজারে বিক্রি হবে জীবিকার তাগিদে। পদ্ম ফুলের সবুজ পাতায়  কুনো ব্যাঙ বসে ঘুমায়।  মানুষ দেখলে পালিয়ে যায়,  পাতায় পাতায় দৌড়ে বেড়ায়। বিলের জলে কই, শিঙি দেশীয় মাছ  রূপের বাহার নিয়ে ঘুরে বেড়ায় , খাদ্য অন্বেষণে দেখতে লাগে বেশ।  ইচ্ছা করে ধরতে পালিয়ে যায় দূরে।...