
বরাদ্দের টাকা হরিলুটের আশংস্কা নান্দাইলে নরসুন্দা নদ খননের নামে খাল বানানোর অভিযোগ
ফরিদ মিয়া, নান্দাইল ময়মনসিংহ : ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ব্রহ্মপুত্রের শাখা নদ নরসুন্দা নদ খননের নামে খালে পরিণত করার অভিযোগ উঠায় বিস্মিত এলাকাবাসী। প্রকল্পটির বরাদ্দ ১৩ কোটি টাকা। নান্দাইল উপজেলা শেষ সীমানা রাজগাতী ইউনিয়নের কালীগঞ্জ থেকে নান্দাইল ইউনিয়নের রসুলপুর পর্যন্ত ২৩ কিলোমিটার নদ খনন করা হবে। সরেজমিনে দেখা যায়, কালীগঞ্জ থেকে তারের ঘাট পর্যন্ত খনন কাজ শেষ হয়েছে এবং নদটিকে খালে পরিণত করা হয়েছে। এছাড়াও বিভিন্ন স্থানে নদ থেকে মাটি উত্তোলন করে নদীতে পাশেই রেখে দেওয়ায় বর্ষা মৌসুমে খননকৃত নদটি পুনরায় মাটি ভরাট হয়ে যাওয়ার আশংস্কা রয়েছে। নদের মাটি যেখানে ফেলা হচ্ছে বর্ষা মৌসুমে বৃষ্টি হয়ে মাটি কেটে আবার নদটি ভরাট হয়ে যাওয়ার আশংকা দেখা দিয়েছে। নদটির প্রশস্থতা কমে যাওয়ায় দুই পাশে দখলদারিত্ব বাড়ছে। প্রকল্পটি দেখার জন্য নান্দাইল উপজেলায় কোন কমিটি করা হয়নি, নেই কোন প্...