
উৎসবমুখর পরিবেশে শেষ হলো জবির ‘ফিলো কার্নিভাল ১.০’
শাহ্ রিয়ার, জবি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দর্শন বিভাগে ‘ফিলোসোফি কালচারাল ক্লাব’ কর্তৃক আয়োজিত ‘ফিলো কার্নিভাল ১.০’ অনুষ্ঠিত হলো বিপুল উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে। চার দিনব্যাপী এই সাংস্কৃতিক আয়োজন শেষ হয় আজ বৃহস্পতিবার (১০ জুলাই) এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে।
দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম পিএইচডি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ রইস উদ্দীন, ক্লাবের মডারেটর সহযোগী অধ্যাপক জসীম খান, ক্লাবটির সভাপতি সাফা আক্তার নোলক, সাধারণ সম্পাদক রাত্রি বিশ্বাসসহ বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ ।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এবং জুলাই অভ্যুত্থানে শহীদদের স...