
হয়রানির প্রতিবাদে চট্টগ্রাম প্রাইভেট হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশনের প্রতিবাদ সভা অনুষ্ঠিত
ইসমাইল ইমন, চট্টগ্রাম : চট্টগ্রামের কয়েকটি সরকারি সংস্থার আকস্মিক মোবাইল কোর্টের নামে একটি স্বনামধন্য বেসরকারি হাসপাতালে অভিযান পরিচালনা করে রোগী ও সেবাপ্রার্থীর সামনে হয়রানি করার প্রতিবাদে চট্টগ্রাম প্রাইভেট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের এক প্রতিবাদ সভা বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে নগরীর জিইসি মোড়স্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এসোসিয়েশনের সভাপতি ডা. এ কে এম ফজলুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. আব্দুল মোত্তালিবের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি ডা. এ টি এম রেজাউল করিম, ইঞ্জিনিয়ার এস এম লোকমান কবির, কোষাধ্যক্ষ ডা. মোহাম্মদ ইউসুফ, যুগ্ম সম্পাদক ডা. এস এম সারোয়ার আলম, ডা. সুভাস চন্দ্র সূত্রধর, অফিস সম্পাদক মো. শহীদুল্লাহ আনসারী প্রমুখ।
সভায় বক্তরা বলেন, স্বাস্থ্য ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করার জন্য স্বাস্থ্য উপদেষ্টার অক্লান্ত ...