
জুলাইয়ের অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে রাজনৈতিক সংস্কৃতি ও চরিত্র বাঁধা হয়ে দাড়াচ্ছেজুলাই অভ্যুত্থানের বর্ষপুর্তিতে পীর সাহেব চরমোনাই
জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আজ ২ জুলাই, বুধবার এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, জুলাই অভ্যুত্থান দেশের প্রচলিত কোন রাজনৈতিক দলের ব্যানারে ও নেতৃত্বে হয় নাই। এমনকি অনেক দল এই অভ্যুত্থানের সাথে প্রকাশ্যে নিজেদের সম্পৃক্ততা পর্যন্ত অস্বীকার করেছে। জুলাই অভ্যুত্থান ছিলো ছাত্রদের শুরু করা একটি আন্দোলন যেখানে গণমানুষ সম্পৃক্ত হয়েছে এবং একটা পর্যায়ে রাজনৈতিক নেতা-কর্মীরা সম্পৃক্ত হয়েছে। এই আন্দোলন বিগত পনের বছর ধরে চলা সরকার পরিবর্তনের আন্দোলন ছিলো না। বরং জুলাই আন্দোলনের লক্ষ্য ছিলো রাষ্ট্রের রন্দ্রে রন্দ্রে জেঁকে বসা অনিয়মকে দুর করা, বৈষম্যহীন বাংলাদেশ গড়া এবং দেশ থেকে চিরতরে স্বৈরতন্ত্রকে উৎখাত করা। যে তরুণরা অকাতরে জীবন দিয়েছে তাদের অধিকাংশই প্রচলিত রাজনীতি করতো না। কারণ তারা প্রচলিত রাজনৈতিক সংস্কৃতিকে অপছন...