Tuesday, July 1
Shadow

Tag: পি-ম্যানের বিচার

নান্দাইলে পি-ম্যানের বিচার চেয়ে ট্রেন আটকালেন এলাকাবাসী 

নান্দাইলে পি-ম্যানের বিচার চেয়ে ট্রেন আটকালেন এলাকাবাসী 

বাংলাদেশ, ময়মনসিংহ, ময়মনসিংহ জেলা শহর
 তদন্ত কমিটি গঠনের আশ্বাস রেলওয়ে কর্মকর্তার নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে রেলওয়ের এক কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির বিচার চেয়ে অভিনব প্রতিবাদ জানিয়েছেন বিুব্ধ এলাকাবাসী। শনিবার (২৮ জুন) দুপুরে নান্দাইল রোড রেলস্টেশনে লাল নিশান উড়িয়ে রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) মহি উদ্দিন বিশেষ ট্রেন থামিয়ে দেন তারা। অভিযুক্ত পি-ম্যান (পয়েন্টসম্যান) উসমান গণির বিরুদ্ধে জায়গা দখল, নিয়োগ বাণিজ্য, সরকারি গাছ আত্মসাৎসহ একাধিক অভিযোগ তুলে ধরে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয়রা। ময়মনসিংহগামী রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মহি উদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ ট্রেন নান্দাইল রোড স্টেশন অতিক্রম করার সময় এলাকাবাসী লাল কাপড় উড়িয়ে সেটিকে থামার সংকেত দেয়। ট্রেন থামলে ডিআরএম মহি উদ্দিন সহ অন্য কর্মকর্তারা ট্রেন থেকে নেমে আসেন। পরে অভিযোগকারী হাসিম উদ্দিন, বিউটি আক্তার ...