Wednesday, July 16
Shadow

Tag: পানিতে টইটম্বুর

বৃষ্টিপাতে পাইকগাছা পৌর বাজার সহ নিম্নাঞ্চল পানিতে টইটম্বুর 

বৃষ্টিপাতে পাইকগাছা পৌর বাজার সহ নিম্নাঞ্চল পানিতে টইটম্বুর 

খুলনা, বাংলাদেশ
পাইকগাছা : প্রবল বৃষ্টিতে পাইকগাছা পৌর বাজারের স্বর্ণ পট্টি, কাঁচাবাজার তলিয়ে পানিতে টইটম্বুর। রবিবার সকালে পৌর বাজার সহ কৃষি অফিস চত্বর, কোর্ট প্রাঙ্গণ, কলেজ সহ অন্যান্য প্রতিষ্ঠান জলমগ্ন দেখা গেছে। এছাড়া সরল ৪নং, ৫নং ওয়ার্ড, বাতিখালী ও শিববটির ৯, ৭, ৬ নং ওয়ার্ডের নিম্ন অঞ্চল পানি সরবরাহের ব্যবস্থা না থাকায় প্লাবিত। জনদুর্ভোগ চরমে। আষাঢ় মাসের শুরু থেকে একটানা গুড়ি গুড়ি, হালকা ও ভারি বৃষ্টি লেগে আছে। মাঝে একদিন গত শনিবার বৃষ্টি হয়নি ছিলো কড়া রোদ। তবে রবিবারের ভারী বৃষ্টিতে পাইকগাছা পৌরবাজার, কৃষি অফিস ও আদালত চত্তর, বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান বৃষ্টির পানিতে আবারও প্লাবিত হয়েছে। বাজারের পাশ ঘেঁষে শিবসা নদী ভরাট হয়ে পড়ায় পানি নিঃস্কাশন ঠিকমত হয় না। আবার বৃষ্টির সাথে জোয়ারের পানি ওঠার কারণে বাজার তলিয়ে যাওয়ায় চরম বিপাকে বাজারের ব্যবসায়ীরা। সরেজমিন ঘুরে দেখা গেছে, পাই...