Thursday, May 22
Shadow

Tag: পাইকগাছায় পুলিশের অভিযানে আটক ৬

পাইকগাছায় পুলিশের অভিযানে আটক ৬

পাইকগাছায় পুলিশের অভিযানে আটক ৬

অপরাধ, খুলনা, বাংলাদেশ, সংবাদ
এম এন আলী শিপলু, পাইকগাছা : পাইকগাছায় থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে অভিযুক্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৯ মে) দিবাগত রাতে অভিযানে নিয়মিত মামলার ২ এবং ওয়ারেন্টভুক্ত ৪ জনসহ মোট ৬ জন আসামিকে গ্রেফতার করে।থানার ওসি (ভারপ্রাপ্ত) মো. ইদ্রিসুর রহমানের নেতৃত্বে এক দল চৌকস পুলিশ সদস্যদের নিয়ে পাইকগাছা থানায় ২৯.০৮.২০২৪ তারিখে ১৪ নম্বর মামলার আসামি প্রতাপকাটি গ্রামের মো. বজলুর রহমান (৫৯), ১৮.০৫.২৫ তারিখে ১৩ নম্বর মামলার আসামি দেলুটি গ্রামের মো. হানিফ সানা (৩৬), সিআর  ১৫৬/২৩ এর গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামি নোয়াকাটি গ্রামের বিপ্লব কুমার বিশ্বাস, সিআর ১৫/১৮ এর আসামি শ্রীকন্ঠপুর গ্রামের মো  মালেক মোড়ল , সিআর সাজা নং - ২৯০/১২ এর আসামি আগরঘাটা গ্রামের পেরা আলী এবং সি আর নং- ৭৮৭/২৩ এর আসামি বান্দিকাটি গ্রামের মো. তরিকুল ইসলাম কে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়ে...