
নৌ-বাহিনীর চাকরিদাতা প্রতারক চক্রের ৯ সদস্য গ্রেপ্তার, ৩৮ প্রার্থী উদ্ধার
এম এন আলী শিপলু, খুলনা : প্রতি বছর বাংলাদেশ নৌবাহিনীর নাবিক পদে নিয়োগের আগে মাঠে একটি প্রতারক চক্র কাজ করে। তাদের আচার ব্যবহারে মুগ্ধ হয়ে প্রতারিত হয় গ্রামের সহজ সরল মানুষ। প্রতারণার ফাঁদে পা দিয়ে সর্বশান্ত হয় তারা। এ বছর এমন ঘটনা ঘটার আগেই পুলিশ এবং নৌবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথবাহিনী সোমবার (১৯ মে) দিবাগত রাত ১২ টার দিকে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার হোটেল সুইফট থেকে ৯ জন প্রতারককে গ্রেপ্তার করেছে। এ সময় ৩৮ জন চাকরি প্রত্যাশী উদ্ধার করা হয়। ভোর রাতে তাদের সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করে যৌথবাহিনী। পরে প্রতারিত হতে যাওয়া ব্যক্তিদের পরিবারের জিম্মায় পুলিশ ছেড়ে দেয়।গ্রেপ্তার হওয়া প্রতারক হলেন, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার রিসাতপুর এলাকার বাসিন্দা আমজাদ হোসেনের ছেলে আশিকুর রহমান, একই উপজেলার মহিষকুন্ডু গ্রামের বাসিন্দা শাকিল আহমেদ, চক গ্রামের বাসিন্দা আরজ আলীর ছেলে মো. আলহাজ আল...