
নেপালে বন্যায় ৬জন চীনা নাগরিক, নিখোঁজ
উত্তর নেপালে টানা বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় মঙ্গলবার সকালে ১৮ জন নিখোঁজ হয়েছেন, যাদের মধ্যে ৬জন চীনা নাগরিক রয়েছেন।
নেপালে অবস্থিত চীনা দূতাবাস জানিয়েছে, রাসুওয়াগাধি সীমান্ত এলাকায় চীনের সহায়তায় নির্মিত একটি প্রকল্পে কাজ করার সময় এই ৬জন চীনা নাগরিক এবং ৮জন নেপালি কর্মী নিখোঁজ হন। চীনা দূতাবাস এরই মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় একটি কর্মীদল পাঠিয়েছে।
রাসুওয়াগাধি পুলিশ নিশ্চিত করেছে যে নিখোঁজদের মধ্যে ৩জন নেপালি পুলিশ সদস্যসহ মোট ৯জন নেপালি নাগরিক এবং ৬জন চীনা নাগরিক রয়েছেন।
রাসুয়া জেলার পুলিশ ইনস্পেক্টর কৃষ্ণধিতাল জানিয়েছেন, অধিকাংশ নিখোঁজ ব্যক্তি সীমান্ত সংলগ্ন একটি ড্রাইপোর্টে কর্মরত ছিলেন।
তিনি আরও জানান, রাসুওয়াগাধি-কে রুং সীমান্তের একটি সেতু বন্যায় ভেঙে গেছে এবং ড্রাইপোর্টে পার্ক করা বেশ কয়েকটি বৈদ্যুতিক যানবাহন পানির স্রোতে ভেসে গেছে।
প্রতি বছরই...