
নান্দাইলের পল্লীতে হামলা চালিয়ে ২টি ঘর ভাংচুর
২ লাখ টাকার মালামাল লুট
ফরিদ মিয়া, নান্দাইল ময়মনসিংহ : ময়মনসিংহের নান্দাইল পৌরসভার ৭নং ওয়ার্ড আচারগাঁও নাথপাড়া গ্রামের মৃত আইন উদ্দিনের পুত্র মোঃ চান মিয়া এবং চান মিয়ার পুত্র মনসুর মিয়ার বাড়িতে গত শুক্রবার বিকালে ব্যাপক হামলা চালিয়ে দুইটি বসতঘর ঘুড়িয়ে দেয়া হয়েছে এবং হামলাকারীরা ব্যাপক ক্ষয়ক্ষতি সহ ২লাখ টাকার মালামাল লুটপাট করে নিযে যায়। নাথপাড়া গ্রামের চান মিয়ার পুত্র মনসুর মিয়া জানান, প্রতিপক্ষ একই গ্রামের পিতামৃত গফুর উদ্দিন ভূইঁয়ার পুত্র বাহার উদ্দিন ভূইঁয়া ও দুলন ভূইঁয়ার সাথে দীর্ঘদিন ধরে তাদের জমিজমা নিয়ে বিরোধ চলমান রয়েছে। বর্ণিত জায়গা জমি নিয়ে নান্দাইল সিনিয়র সহকারী জজ আদালতে .৩০ শতাংশ ভূমি নিয়ে ৬৫/২০২৫নং অন্য প্রকার মামলা চলমান রয়েছে। উক্ত জায়গায় দীর্ঘদিন ধরে চান মিয়া, মনসুর মিয়া বাড়ী ঘর নির্মাণ করে বসবাস করে আসছে। হামলাকারীরা এলাকায় প্রভাবশালী...