
ফ্লোরেন্স নাইটিঙ্গেল পদক পেল সাত চীনা নারী
আন্তর্জাতিক নার্স দিবসে স্বাস্থ্য ও সেবাখাতে অবদানের স্বীকৃতি স্বরূপ সাত নারী নার্সকে ফ্লোরেন্স নাইটিঙ্গেল পদকে ভূষিত করেছে চীন। আন্তর্জাতিক এই সম্মাননা নার্সিং পেশাজীবীদের জন্য অন্যতম মর্যাদাপূর্ণ।এ বছর ১৭টি দেশের মোট ৩৫ জন নার্সকে এ সম্মাননা দেওয়া হয়েছে, যার মধ্যে সর্বাধিক সংখ্যক এই পুরস্কার পেয়েছে চীন।আন্তর্জাতিক রেড ক্রস কমিটি জানিয়েছে, চীনা পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন উহানের এইডস ক্লিনিক্যাল ট্রেনিং সেন্টারের এক নার্স, হংকং রেড ক্রসের একজন সিনিয়র মেডিকেল স্বেচ্ছাসেবক এবং একটি সামরিক হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত একজন নার্স।ফ্লোরেন্স নাইটিঙ্গেল পদক একটি আন্তর্জাতিক সম্মান, যা বিশ্বব্যাপী অনন্য নার্সদের প্রদান করা হয়। ১৯৮৩ সালে চীন প্রথম এই নির্বাচনে অংশগ্রহণ করে, এবং সেই থেকে মোট ৯৭ জন চীনা নার্স এই মর্যাদাপূর্ণ পদক লাভ করেছেন।সূত্র: সিএমজি...